কোথায় ফ্রীল্যান্সিং করবেন?
সহজভাবে বলতে গেলে আমরা বুঝি ফ্রীল্যান্সিং করা মানে মার্কেটপ্লেসে কাজ করা। তাই ফ্রীল্যান্সিং শুরু করার আগে মার্কেট প্লেস সম্পর্কে ভালভাবে ধারনা নেয়া জরুরী। চলুন দেখি কোন কোন সাইটে আমরা ফ্রীল্যান্সিং করতে পারি।
- www.upwork.com
- www.freelancer.com
- www.guru.com
- 99designs.com
- fiverr.com
- www.getacoder.com
এই সাইটগুলোই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফ্রীল্যান্সিং সাইট। এ সাইটগুলোতেই ফ্রীল্যান্সাররা কাজ করে থাকে। একজন ফ্রীল্যান্সার কোন একটি বিশেষ কাজের উপর আগে দক্ষতা অর্জন করে তারপর মার্কেটপ্লেসে কাজ করে থাকে। তবে কেউ কেউ একাধিক কাজে পারদর্শী।
ফ্রীল্যান্সিং সাইট গুলোতে কি কি কাজ করা যায়?
সহজ করে বলতে গেলে এমন কোন কাজ নাই যেটার বিষয়ে অনলাইনে কোন কাজ নাই। বিষয় হলো আপনি কোন কাজ টা খুব দক্ষতার সাথে পারেন, সেটার উপরই আপনাকে জোড় দিতে হবে এবং মার্কেটপ্লেসে সে কাজ খুজে বের করতে হবে। তবে যে কাজগুলো বেশি জনপ্রিয় তার একটা তালিকা নিচে দেয়া হলো-
- লেখা লেখি
- ডেটা এন্ট্রি
- প্রোগ্রামিং
- মার্কেটিং
- টাইপিং
- ডিজাইনিং
- ইমেজ এডিটিং
- ভিডিও ইডিটিং
- প্রেজেন্টেশন তৈরি
- ওয়েব ডেভেলপমেন্ট
- ভার্চুলাল এসিস্ট্যান্ট সহ অনেক কিছু।
No comments:
Post a Comment