Latest News

Wednesday, November 16, 2016

Bitcoin





বিট কয়েন হতে আয় করুন!! এবং ক্যাশ উইথড্র করুন বাংলাদেশের যে কোন অনলাইন ব্যাংকে!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি ভিজিটর বন্ধুসহ সকলেই ভালো আছেন। গত কয়েকদিন পূর্বে আমার প্রকাশিত একটি  একাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই সাথে বিট কয়েন হতে আয় করবেন!!
যাইহোক পোস্টটি সম্পর্কে আপনাদের তথারুপ ভিজিটরদের মধ্য হতে অনেক উতসাহ ও উদ্দীপনা দেখতে পাই। তাছাড়া অনেকেই ফেসবুক, ইমেইল ও পোস্টের কমেন্ট বক্সে এই ব্যাপারে বেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং জানতে চেয়েছেন BitCoin হতে অর্জিত আয় কিভাবে বাংলাদেশে উইথ ড্র করবেন?
তাছাড়া এমনিতে পোস্টে বলেছিলাম- পরবর্তী পোস্টে তথারুপ আজকের পোস্টের বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে BitCoin ক্যাশ আউট করবেন। অবশ্য পোস্টটি আরেকটু দেরীতে করতে চেয়েছিলাম আরেকটু যাচাই-বাছাই ও পর্যবেক্ষণের মাধ্যমে। কিন্তু সম্মানীত ভিজিটরদের বারংবার রিকোয়েস্ট করার কারনে এবং যারা অনেকটা টেনশন ও উদ্দীগ্নে ছিলেন সত্যিকার ভাবে BitCoin হতে ক্যাশ/উইথড্র করতে পারবেন কিনা? এই সূত্রে পোস্টটি করতে হচ্ছে। এবং হ্যা পোস্টের বর্ণনা অনুযায়ী কাজ করতে প্রথমত ভাল করে পোস্টটি পড়ে নিয়ে, অতপর কাজে নেমে পড়ুন!!
BitCoin হতে বাংলাদেশে উইথড্র করা যায় এই রকম প্রায় ৩/৪ টি সাইটের সন্ধান পাই। হয়ত পরবর্তীতে আরো কিছু সাইট পাব! যাইহোক তার মধ্যে এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে বিটকয়েন হতে উপার্জিত আয় উইথড্র করতে পারবেন বাংলাদেশের যে কোন অনলাইন ব্যাংকে যেমন: Islami Bank Ltd, Duch Bangla Bank, Brack Bank, City Bank, UCB Bank, Prime Bank ইত্যাদি। উল্লেখ্য যারা প্রবাসী হিসাবে অন্য দেশে রয়েছেন কিংবা ভারতে আছেন তারাও এই পোস্টের দেখানো পদ্ধতিতে কাজ করতে পারবেন।
হ্যা যারা আমার পূর্বের পোস্ট দেখেন নি কিংবা বিট কয়েন হতে আয় করতে চাইছেন তাহলে অবশ্যই আমার প্রকাশিত পোস্টটি দেখুন নিচের লিংকে-

https://www.coinbase.com/join/582c4caebccc1e56b4b74622

এই ক্ষেত্রে আপনার একটি পেইজা একাউন্ট থাকতে হবে। যেহেতু বাংলাদেশকে পেইজা সার্পোট করে এবং লোকাল অফিস আছে। অপরদিকে পেপল না থাকাতে পেজাই এইক্ষেত্রে একমাত্র ভরসা।
এরপর  এবার এই লিংকে ক্লিক করে আপনার সঠিক তথ্য দিয়ে একটি একাউন্ট খুলুন। এটি অনলাইনে কারেন্সি এক্সচেঞ্জ করার নির্ভরযোগ্য একটি মাধ্যম। মূলত এই সাইটের মাধ্যমে আপনার বিটকয়েন ডলারে পরিনত হয়ে Payza একাউন্টে চলে যাবে।
অতপর আপনার ইমেইল ইনবক্সে একটি ভেরিফিকেশন বার্তা আসবে। এখান থেকে একাউন্ট ভেরিফাই করে নিন। এবং সাইটে লগ ইন করুন।
এখন,
https://www.coinbase.com/join/582c4caebccc1e56b4b74622
Buy & Sell E-Currency তে ক্লিক করুন। তারপর > I send from =Bitcoin এবং I want to receive = Payza USD নির্ধারণ করে দিন। তারপর আপনার বিটকয়েন পরিমান (minimum 0.1 BTC) লিখে > Send বাটনে ক্লিক করুন।
আপনার coinbase একাউন্টে যে পরিমান BTC জমা হয়েছে তা উপরের দেখানো বিট কয়েন পরিমানে লিখবেন। দয়া করে এখানে কম বেশি করবেন না।
তারপর নিচের মত একটি পেজ আসবে। এখানে আপনার Payza একাউন্টে যে ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করেছেন সে ইমেইল আইডি লিখে Send বাটনে ক্লিক করুন।
নিচের চিত্রের মত দেখাবে-
এখানে আপনাকে একটি বিটকয়েন এড্রেস দেয়া হবে। এটি কপি করে রাখুন Note pad এ- কিংবা অন্য কোথাও, পরবর্তী ধাপে কাজে লাগবে।
 সার্ভিস চার্জ হিসাবে আপনার একাউন্ট থেকে কয়েনবেজ সাইট 0.002BTC কেটে রাখা হবে। 
আপনাকে Confirmation মেসেজ জানানো হবে।
আপাতত আপনার কাজ শেষ। অপেক্ষা করুন এবং চেক করে দেখুন আপনার Payza একাউন্টে টাকা জমা হয়েছে কিনা।  বেশিক্ষণ লাগার কথা নয়।
যখন আপনার Payza তে ডলার জমা হবে তখনি আপনি বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
এবার আপনার Payza একাউন্টে লগইন করে Withdraw Funds এ ক্লিক করে Bank Transfer সিলেক্ট করুন।
তারপর ধাপে ধাপে আপনার নিজস্ব ব্যাংক একাউন্ট সেটআপ করতে থাকুন।  তারপর Accept, add bank Account এ ক্লিক করুন।
এভাবে সর্বশেষ/৩য় ধাপে একাউন্ট সেটআপ সম্পন্ন করুন> তারপর আবার Withdraw Funds এ গিয়ে আপনার ব্যাংক ট্রান্সফার সম্পন্ন করুন > Account processing হতে কিছু সময় লাগবে> কিছুদিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে যাবে (প্রায় ৪/৫ দিন হাতে সময় নেয়)> এভাবেই সহজ পদ্ধতিতে আপনি আপনার বিটকয়েন হতে টাকা আয় করতে পারবেন।





























No comments:

Post a Comment

Recent Post